ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

লামাকে বাল্যবিবাহ মুক্ত করতে সচেতনতা সভা অনুষ্ঠিত

ৃৃৃৃৃৃমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানের লামায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অবহিতকরন সভা অনুষ্টিত হয়েছে। ২৪ এপ্রিল মঙ্গলবার বেলা ১২টায় লামা উপজেলা পরিষদ সভাকক্ষে লামা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর সার্বিক সহযোগিতায় ‘সঞ্জীবনী মানব উন্নয়ন সংগঠন’ ঢাকা এই সভার আয়োজন করে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সূস্মিতা খীসার সঞ্চালনায় লামা উপজেলা নিবার্হী অফিসার খালেদ মাহমুদের সভাপতিত্বে সচেতনতা মূলক অবহিত করন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।

শুরুতে সঞ্জীবনী মানব উন্নয়ন সংগঠনের কো-অর্ডিনেটর মোঃ হাফিজুর রহমানের স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সজ্ঞীবনী মানব উন্নয়ন সংগঠনের সভাপতি ড়াঃ আফসানা ইয়াকুত, মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তাহুরা, লামা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহী নেওয়াজ, লামা প্রেস ক্লাবের সভাপতি বাবু প্রিয়দর্শী বড়–য়া, লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তৈয়ব আলী, সাংবাদিক আবুল কাসেম সহ প্রমূখ। এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মসজিদের ইমাম সাহেব সহ উপজেলায় কর্মরত কাজী সাহেব গণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বাল্য বিবাহে শারীরীক, মানসিক, সামাজিক কুফল সম্পর্কে ব্যাপক আলোচনা করেন। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অবহিতকরন সভায় লামা আদর্শ বালিকা বিদ্যালয় হতে আগত কোমলমতি ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন ৮ম শ্রেণীর শিক্ষার্থী রাখী দাশ।

প্রধান অথিতির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যানর থোয়াইনু অং চৌধুরী বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকলের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। জন্মনিবন্ধন সনদ জালিয়াতি করে কেউ যাতে বাল্য বিবাহের মত সামাজিক অপরাধ সংগঠিত করতে না পারে সে বিষয়ে ইউপি চেয়ারম্যানদের সচেতন থাকতে আহবান করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, লামা উপজেলায় যাতে কোন বাল্য বিবাহ সংগঠিত না হয় সে বিষয়ে কঠোর হুশিয়ারি প্রদান করেন। বাল্য বিবাহের সাথে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হবে বলে জানান। বাল্য বিবাহ রোধে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে সভায় আগত সকলকে উপজেলা নির্বাহী অফিসার নিজ মুঠো ফোন (০১৮৮৩৩১৬৭৮) নাম্বারটি দিয়ে দেন।

পাঠকের মতামত: