ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

রুমায় ট্রাক খাদে, নিহত ২, আহত ৫

accident-1বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের রুমায় ট্রাক খাদে পড়ে ড্রাইভারসহ ২জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ট্রাকে বহন করা আরো ৫ যাত্রী। । প্রত্যক্ষদর্শী চনুমং জানান, রবিবার দুপুরে ট্রাকটি রুমা থেকে ৫জন যাত্রী নিয়ে আর্থা পাড়া যাবার পথে হ্যাপী হিল ও বাচালং পাড়ার মধ্যবর্তী টেবিল পাহাড় এর কাছে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ট্রাক ড্রাইভার সম্ভু (৩৮) ও চেরাগ্র পাড়ার পুঃ হ্লা অং (৫৫) নামের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত ৫যাত্রীকে রুমা উপজেলা স্বাস্থ্য কমúেøক্সে ভর্তি করানোর হয়। এদের মধ্যে গুরুতর একজনকে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছি। তবে চালক মারা যাওয়ায় আর্থা পাড়া কেন যাচ্ছিল তা জানা সম্ভব হয়নি।

 

পাঠকের মতামত: