ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

‘মিয়ানমারের কোন সন্ত্রাসীর স্থান বাংলাদেশে হবেনা’

85549_14অনলাইন ডেস্ক ::

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমারের কোন রোহিঙ্গা সন্ত্রাসীর স্থান বাংলাদেশে হবেনা। তাদেরকে মানবিক দৃষ্টকোণ থেকে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সবকিছু করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিকভাবে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। রোববার বেলা ১২টায় সীমান্তের তুমব্রু জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি সেখানে অবস্থান নেওয়া ১৮শ রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরন করেন। পরে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন পয়েন্ট পরিদর্শনসহ সার্বিক বিষয় ও কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)  প্রধান মেজর জেনারেল আবুল হোসেন, জেলা প্রশাসক আলী হোসেন, জেলা পুলিশ সুপার ড. এ,কে এম ইকবাল হোসেন ৩৪ বিজিবির অধিনায়ক মঞ্জুরুল হাসান খান, ব্যার ৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল মিফতাহ উদ্দিন প্রমুখ।

পাঠকের মতামত: