ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

মানুষের সুন্দর ব্যবহারে আমি মুগ্ধ হই…আলোকচিত্রী পাভেল রহমান

নিউজ ডেস্ক ::

জীবনে চলতে গেলে ভালো থাকতে হয় বা ভালো থাকতে চেষ্টা করতে হয়। আমাকে সবচাইতে বেশি ভালো রাখে মানুষের ব্যবহার। মানুষের সুন্দর ব্যবহারে আমি মুগ্ধ হই।

দেশের খ্যাতিমান আলোকচিত্রী পাভেল রহমান টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, চট্টগ্রাম (টিসিজেএ) আয়োজিত প্রাণবন্ত আড্ডায় অভিজ্ঞতা বিনিময়কালে এসব কথা বলেন।

ফটো সাংবাদিকতায় যারা আসতে চায় বা নতুন এসেছে তাদের উদ্যেশ্যে আড্ডায় আলোকচিত্রী পাভেল বলেন, আগের চাইতে ফটো সাংবাদিক বেড়েছে কিন্তু সে হিসেবে ফটোগ্রাফির মানের তেমন উন্নতি হয়নি। ফটো সাংবাদিকতা আর সব ফটোগ্রাফির মতো ফ্যাশন নয়, এটিকে একটি ধ্যানের মধ্যে নিয়ে আসতে হবে।

গতকাল ৩০ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কস্থ টিসিজেএ মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত আড্ডায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, দৈনিক ইত্তেফাকের সাবেক ব্যুরো চীফ ও সাবেক দৈনিক পূর্বদেশ সম্পাদক ওসমান গনি মনসুর, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

এসোসিয়েশনের অর্থ সম্পাদক দীপঙ্কর দাশ বাবু’র সঞ্চালনায় আড্ডা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক বাবুন পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন গোস্বামী, মোহাম্মদ আলমগীর, মোঃ হাসান উল্ল্যাহ, শীতল মল্লিক উত্তম, মোঃ আরশাদ আলী, মোঃ নুর জামাল আতিক, মোঃ জহিরুল ইসলাম, জেরম গোমেজ রনি, হারুন উর রশিদ প্রমূখ।

পাঠকের মতামত: