মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় ও মাতারবাড়ী মজিদিয়া ছুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসা’র অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ৫৫টাকা ফি নেয়ার কথা থাকলেও নিচ্ছে সাড়ে ছয়শত টাকা। এতে গরীব অসহায় শিক্ষার্থীদের পড়তে হয়েছে হিমশিমে। কারণ গত দুইবছর ধরে মাতারবাড়ী নিম্নাঞ্চল পানির নিচে ডুবে থাকায় দেখা দিয়েছে আর্থিকসহ বিভিন্ন সমস্যা।
সূত্র জানায়, মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় ও মাতারবাড়ী মজিদিয়া ছুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসা’র শিক্ষার্থীদের অন্যান্য প্রতিষ্ঠানের মত রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু এসব শিক্ষার্থীদের কাছ থেকে যেখানে ৫৫ টাকা করে ফি নেয়ার কথা রয়েছে সেখানে নিচ্ছে সাড়ে ছয়শত টাকা করে। এতে অনেক গরীব অসহায় পরিবারের অভিভাবকেরা তাদের ছেলেমেয়েদের রেজিস্ট্রেশন ফি দিতে নিয়মিত হিমশিম খাচ্ছে। দুই প্রতিষ্ঠানের শিক্ষকরা পরিচালনা কমিটির অগোচরে এ ফি নিচ্ছে বলে অনেক শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান। অতিরিক্ত ফি নেয়ার প্রসঙ্গে মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মাষ্টার নুর বক্স থেকে জানতে চাইলে, তিনি জানান আমি এ ব্যাপারে কিচ্ছুই জানি না। তবে সরকারী নির্ধারিত ফি চেয়ে অতিরিক্ত ফি নিলে তা হবে অবৈধ। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার রেজা খান থেকে জানতে চাইলে, তিনি জানান অতিরিক্ত কোন ধরণের ফি নেয়া হচ্ছে না। অন্যদিকে মাতারবাড়ী মজিদিয়া ছুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সুপার মাওলানা কামাল হোছাইন থেকে মুঠোফোনে জানতে চাইলে, তিনি জানান সরকারী নির্ধারিত অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেয়া হচ্ছে।
পাঠকের মতামত: