ঢাকা,মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

মন্ত্রীর আশ্বাসের পরও কমেনি চালের দাম

নিউজ ডেস্ক ::  গত শুক্রবার বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী আশ্বাস দিয়েছিলেন চালের দাম সপ্তাহখানেকের মধ্যে কমে আসবে। তবে তার সে আশ্বাসের বাস্তবায়ন দেখা যায়নি বাজারে। কমেনি চালের দাম।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহের মতো একই রয়েছে চালের দাম।

মালিবাগ বাজারের খুচরা ব্যবসায়ী দিদার হোসেন দেশ রূপান্তরকে জানান, শুক্রবারও চালের দাম আগের মতো আছে।

তিনি জানান, মিনিকেট ৫২-৫৫ টাকা, নাজিরশাইল ৫২-৫৮ কেজিতে বিক্রি হয়েছে। ভালো মানের গুটিস্বর্ণা ৩৫ থেকে ৩৭ টাকা, স্বর্ণা (পাইজাম) ৩৮-৪০। সাধারণ নাজিরশাইল ৪২-৪৫ ও ভালো মানের নাজিরশাইল বিক্রি হচ্ছে ৬২-৬৫ টাকা কেজি দরে।

চালের দাম না কমার কারণ জানতে চাইলে কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী সিদ্দিকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘নির্বাচনের সুযোগে মিল মালিকরা চালের দাম বাড়াইছে। নির্বাচনের দুদিন আগে কেজিতে ৪-৫ টাকা বাড়ছে। এখন তারা আর কমাতে চায় না।’

এর আগে গত শুক্রবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চালের দাম কমানোর আশ্বাস দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেছিলেন, ইতিমধ্যে আমি ও খাদ্যমন্ত্রী (সাধন চন্দ্র মজুমদার) মিল মালিকসহ এই ব্যবসায় যারা যুক্ত আছেন, তাদের সঙ্গে বসে কথা বলেছি। তারা কথা দিয়েছেন, সপ্তাহখানেকের মধ্যে দাম কমে আসবে।

পাঠকের মতামত: