ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না : সিইসি

ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন কেন্দ্রে থাকবেন প্রিজাইডিং অফিসার। মনিটরিংয়ে রিটার্নিং অফিসার। সমগ্র নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সব বাহিনী থাকবেন। তারা রিটার্নিং ও প্রিজাইডিং অফিসারদের অবস্থা দেখবেন। তাদের সাহায্য সহযোগিতা চাওয়া মাত্র করতে হবে। নির্বাচন সুষ্ঠুভাবে উঠিয়ে আনার দায়িত্ব সকলের।

পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন ও কৌশল অবলম্বন করতে হবে। সব গোয়েন্দা সংস্থাকে সক্রিয় ও নজরদারি অব্যাহত রাখতে হবে।এর আগে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদও একই তথ্য জানিয়েছিলেন। তবে ভোটের দিন ইন্টারনেটের গতি কমানো হবে কি না সেটি এখনো ঠিক হয়নি বলেও জানিয়েছিলেন ইসি সচিব।

পাঠকের মতামত: