ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

‘ভিআইপি’ গরু! বেরিয়ে এলো প্রাইভেট কার থেকে

অনলাইন ডেস্ক :: গরু চোর হলেও তারা ‘ভিআইপি’। কারণ তারা এই চুরিতে ব্যবহার করেন প্রাইভেট কার। চোরাই গরু নিয়ে যাওয়ার পথে যাতে কেউ সন্দেহ না করে তাই এই পদ্ধতি অবলম্বন করে চোরেরা। কিন্তু চোরের ১০ দিন, জনগণের এক দিন বলে কথা।

বিপদ এলে ‘ভিআইপি’ দেখে আসে না। গরু চুরি করে ফেরার পথে হঠাৎ রাস্তায় নষ্ট হয়ে যায় প্রাইভেট কার। গাড়ি থেকে মানুষ বের হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়দের চোখে পড়ে ভেতরে গরু। সন্দেহ হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এদিকে বারবার চেষ্টা করেও গাড়ি স্টার্ট করতে পারেননি চালক। তাই পুলিশ আসার আগেই অবস্থা টের পেয়ে পালিয়ে যায় ‘ভিআইপি চোর’ চক্র।

রবিবার (০২ জানুয়ারি) ভোরে এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের তারাকান্দায় গোপালপুর বাজার রাস্তায়। খবর পেয়ে পুলিশ প্রাইভেট কার ও তিনটি গরু উদ্ধার করে। তবে প্রাইভেট কারটির কোনো নম্বর প্লেট ছিল না।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, গরুসহ প্রাইভেট কারটি থানায় রয়েছে। মামলা হওয়ার পর আদালতে পাঠানো হবে গরুসহ উদ্ধার হওয়া গাড়িটি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িত চোরদের আটকের চেষ্টা চলছে।

পাঠকের মতামত: