বর্তমানে পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই বেকারত্ব সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে বেকাররা এখন ভিন্নধর্মী পেশার সন্ধান করছেন। তেমনই একজন ২১ বছরের তরুণী ভিক্টোরিয়া ইভাচিয়োভা।
অর্থের বিনিময়ে মানুষের রাতের বিছানা গরম করে দেওয়াই তার কাজ। শুনলে অবাক হলেও নিয়মিত এভাবেই কাজ করে যাচ্ছেন এই রুশ সুন্দরী। হাড়কাপানো শীতের রাতে বরফ-ঠাণ্ডা বিছানা গরম হয়ে উঠছে তার শরীরের তাপে। রাতের সুখনিদ্রার কারিগর ভিক্টোরিয়া তার ক্লায়েন্টকে শরীর-মনে চাঙ্গা করে দিয়েই যেন খুশী!
ক্লায়েন্টের রাতের শয্যায় এক ঘণ্টা কাটিয়ে তা উষ্ণ করে দেওয়ার বিনিময়ে তিনি চার্জ নেন ৬৫ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৭০ টাকা। মাসচুক্তি হলে ফি ১৩৫০ ডলার বা এক লাখ ৫ হাজর টাকা।
ভিক্টোরিয়া অবশ্য কয়েকটি শর্তে কাজ করেন। যেমন তিনি পুরুষ ক্লায়েন্টের রাতের বিছানায় নিজের পোশাকে যখন শুয়ে থাকবেন, তখন সে ঘরে পুরুষটি থাকতে পারবেন, এমনকী গল্পও চলতে পারে। কিন্তু তাকে একটিবারও ছোঁয়া যাবে না। তবে শর্ত ভাঙার চেষ্টা কেউ কেউ করতেই পারেন, এটা ধরে নিয়েই নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে যান তিনি। তারা বাইরে থাকে। অন্য কিছু হতে দেখলেই ভিক্টোরিয়া সঙ্গে থাকা বিপদ-ঘণ্টি বাজিয়ে দেন। চলে আসে রক্ষীরা।
ভিক্টোরিয়া জানান, তিনি গভীর মনোযোগী শ্রোতা। ক্লায়েন্টরা আজকাল তার কাছে নিজেদের নানা সমস্যা মন খুলে বলছেন। সার্ভিসের চাহিদা দিনদিন বাড়ছে দেখে তার মতো একদল মেয়েকে নিয়ে টিম তৈরি করছেন ভিক্টোরিয়া। মূলত বর্তমানে তার কাস্টমারের তালিকায় সিঙ্গল পুরুষদের সংখ্যাই বেশি। তবে অনেক নারীও ভিক্টোরিয়ার সেবা নেন। ধীরে ধীরে তাদের সংখ্যা আরো বাড়ছে।
ভিক্টোরিয়া জানান, এক কবি তার নারী টাইপিস্টকে দিয়ে নিজের রাতের বিছানা গরম করাতেন। বিনিময়ে অর্থ দিতেন। এতে নাকি তার লেখার হাত খুলে যেত! এই কাহিনিই নাকি ভিক্টোরিয়ার মাথায় এমন পেশায় নামার আইডিয়া এনে দিয়েছে। সূত্র: দ্যা সান
পাঠকের মতামত: