ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

বিকাশে ৫০০০ টাকা রাষ্ট্রপতির উপহারের কথা বলে প্রতারণা!

কালেরকন্ঠ :: তথ্যটা মোটেও হেলাফেলা করবার মতো নয়। অন্তত বুদ্ধিমান মানুষটিও একবার হলে চেষ্টা করে দেখবেন তো বটেই। অন্তত চেষ্টা করতে আপত্তি নেই। মেসেজ আকারে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটা বিষয়। সেখানে যা বলা হচ্ছে তা হুবহু এমন-

পবিত্র রমজান মাস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে সরকার সবার বিকাশ অ্যাকাউন্টে ৫০০০ টাকা উপহার দিচ্ছে।

করোনা পরিস্থিতির কারণে সাধারণ মানুষ অনেক আর্থিক সমস্যায় পড়েছেন। তাই সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে সরকার দেশের সবাইকে ৫০০০ টাকা করে সরকারি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। ক্যাশ আউট চার্জ ফ্রি।

আমি এইমাত্র আমার বিকাশ নম্বরে ৫০০০ টাকা পেলাম। আমার মতো আপনিও খুব সহজে এই টাকা নিতে পারবেন। নিচের লিংকে ঢুকে আপনার বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট নম্বরে দিলেই সাথে সাথে টাকা চলে যাবে আপনার নম্বরে। কোনো পিন নম্বর দিতে হবে না।

অনেকের হয়তো অবিশ্বাস হচ্ছে, অবিশ্বাস করার আগে একবার চেষ্টা তো করে দেখুন।

টাকা পেতে এই লিংকে ক্লিক করুনঃ http://35.203.114.56

এমন একটি মেসেজ দেখলে যে কেউ লিঙ্কটিতে ক্লিক করবেন, ন্যূনতম আগ্রহ থাকলে অন্তত ক্লিক করে যেতে আপত্তি কোথায়! ক্লিক করলেই এমন একটি সাইটে নেওয়া হবে যেখানে আপনারা বিকাশের লোগো সম্বলিত একটি পাতা দেখতে পারবেন। সেখানে কিন্তু মানুষের নামসহ তালিকা রয়েছে। তালিকার সবাই রাষ্ট্রপতির পক্ষ থেকে ঘোষণাকৃত ৫ হাজার টাকা বিকাশে পেয়েছেন। একটু নিচে গেলে সাধারণ মানুষের বিশ্বাসটা আরেকটু পাকাপোক্ত হবে। মন্তব্যের ঘরে ছবিসহ বেশ কিছু মানুষের কমেন্ট পাবেন। সেখানে সবাই টাকা প্রাপ্তির কথা স্বীকারও করেছেন। যেমন- নাইমুর রহমান বলছেন ‘আমি আজ বিকাশে টাকা পেয়েছি। অনেক ধন্যবাদ!’। তার নিচেই ইফতেখারুজ্জামান বলছেন ‘আমি ভেবেছিলাম এটি ভুয়া, তবে আজ সকালে টাকা পেয়েছি!’। আরো নিচে নাজিয়া আঞ্জুমের মন্তব্য ‘আমি কি আজ পেতে পারি? ধন্যবাদ’ কিংবা নিপা সুলতানার ‘প্রথমে আমি ভেবেছিলাম এটি মিথ্যা কিন্তু অবশেষে আমি টাকা পেয়েছি। আমি এটি সম্পর্কে বন্ধুদের বলেছি, যাতে তারাও পেতে পারে।’- এ ধরনের মন্তব্য দেখে এর শেষটা দেখার ইচ্ছাটা জাগবেই। নিচে যেতেই রাষ্ট্রপতির পক্ষ থেকে এই বিপদের সময়ে মানুষকে টাকা দেওয়ার হেতু প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা আগ্রহীদের ‘স্বাগতম!!’ জানিয়ে লেখা হয়েছে,
‘পবিত্র রমজান মাস চলছে। আর কিছুদিন পর ঈদুল ফিতর।
এই সময়ে করোনা পরিস্থিতির কারণে সাধারণ মানুষ অনেক আর্থিক সমস্যায় পড়েছেন।
তাই সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে সরকার দেশের সবাইকে ৫০০০ টাকা করে করোনা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আপনি বাংলাদেশের নাগরিক হলেই এই টাকা পাবেন।

এই টাকা পেতে আপনাকে নিচে থেকে পেজ লাইক করতে হবে এবং আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন করার সাথে সাথেই আপনি টাকা পেয়ে যাবেন আপনার বিকাশ/নগদ নম্বরে।
দেরি না করে এখনি আবেদন করুন।’

এমন আরেকটি লিঙ্ক পাওয়া গেছে যেখানে একই মেসেজ দেওয়া হয়েছে- https://get-taka.cyou/?fbclid=IwAR3tvqXmTinBCUUiYpk3mAG3TYw6Sk5US3v3gDNixE66ZLH2L-9diTxKlvE

এরপর নিচে দেওয়া দুটো লাইক বাটনে ক্লিক করতে বলা হয়েছে। তার নিচেই বিকাশে টাকা প্রাপ্তির আবেদন ফরম, যা ওপরের দুই লাইক বাটনে ক্লিক করার পর পূরণ করতে বলা হয়েছে।

এবার আসা যাক ঘটনা আসলে কী ঘটছে সে বিষয়ে। প্রথম লাইক বাটকে ইতিমধ্যে ৬ লাখ ৩৩ হাজার লাইক পড়েছে। আর দ্বিতীয়টিতে ৫ লাখ ১৪ হাজার। প্রথমটিতে ক্লিক করলে তা ‘দ্য ডেইলি নিউজ’ নামের একটি পেইজে নিয়ে যাবে আপনাকে। নিচেই ছোট করে লেখা ‘সবার আগে সর্বশেষ সংবাদ পেতে লাইক দিয়ে সাথেই থাকুন’। ডেইলি নিউজের পেজটির লিঙ্ক- https://www.facebook.com/TheeDailyNews/

দ্বিতীয়টিতে ক্লিক করলে পাবেন ‘বঙ্গ বিডি’, নিচেই লেখা ‘নিউজ অ্যান্ড মিডিয়া ওয়েবসাইট’। অর্থাৎ লাইক দুটো যাচ্ছে দুটো অনলাইন সংবাদমাধ্যমে। পেজের লিঙ্ক- https://www.facebook.com/OfficialBongoNews/

না হয় লাইক দুটো দেয়াই গেল। এর পর আছে ফরম ফিলআপ। যে কাজটি করলে আপনি টাকা পাচ্ছেন ৫ হাজার। এ কাজ তো করতেই হবে। এটি ফিলআপ করার পর আপনাকে অভিনন্দন জানানো হবে। তারপর প্রথম যে লিঙ্কে গিয়ে আপনি তাদের চটকদার বিজ্ঞাপনে এতদূর পর্যন্ত এগিয়েছেন, সেই বিজ্ঞাপনটা কপি করে আপনাকে পোস্ট করতে বলা হবে ফেসবুকে। নিচে রয়েছে ‘গেট মানি’ বাটন। ফেসবুকে পোস্ট না করে গেট মানি বাটন ক্লিক করলে ইরোর আসবে এবং বলা হবে আপনি পোস্ট করেননি এবং শর্তনুযায়ী ১০টি গ্রুপে কমেন্টও করেননি।

এবার সংবাদমাধ্যমের পেজ দুটিতে যাওয়া যাক। দুটো পেজে একই নিউজ কনটেন্ট শেয়ার করা হয়। সর্বশেষ কনটেন্টটি হলো ‘সারাজীবন যৌবন শক্তি ধরে রাখতে যা খাবেন’।

এখানে মূলত সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে নিজের ব্যবসাটা সেরে ফেলা হচ্ছে। করোনাকালের এ দুঃসময়কে পুঁজি করা হয়েছে। সামনে ঈদ, করোনা- সবমিলিয়ে সাধারণ মানুষ অর্থনৈতিক দৈন্যদশায় রয়েছেন। এ সময় বিকাশে রাষ্ট্রপতির পক্ষ থেকে ৫ হাজার করে টাকা দেওয়া হবে- এই কথাটা সাধারণ মানুষ অন্তত শোনা বা দেখামাত্রই উড়িয়ে দেবে না। বিষয়টা ভুয়া হোক বা নাই হোক, দেখি না কি হয়- এমন চিন্তা যে কেউ করতেই পারেন। এখানে আগ্রহীদের সামনে এগিয়ে নিয়ে দুটো পেজে লাইকের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। দুই অখ্যাত ভুয়া নিউজ পোর্টালে লাখ লাখ মানুষের লাইক ইতিমধ্যে জোগাড় হয়ে গেছে।

এখানে দেখা ও ভাবার বিষয় হলো, এসব ভুঁইফোড় সংবাদমাধ্যমের পেজগুলোতে লাইক আনার জন্য রীতিমতো রাষ্ট্রপতির নাম ব্যবহারের মতো ধৃষ্টতা দেখানো হচ্ছে। আইনের দৃষ্টি এদের দিকে রয়েছে কি-না তা দেখার বিষয়। এভাবে নানা উপায়ে পচা পেজগুলো মানুষের লাইক কমেন্ট জোগাড় করে ভারী হয়ে উঠছে।

পাঠকের মতামত: