ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

‘বিএনপি অহেতুক বিতর্ক সৃষ্টি করছে’

nasimঅনলাইন ডেস্ক :::
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, “নির্বাচন কমিশন নিয়ে বিএনপি শুরু থেকেই অহেতুক বিতর্ক সৃষ্টি করছে। নির্বাচন কমিশন আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা করবে, নিরপেক্ষ বলে কিছু নেই। ” আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, “বিএনপি নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক সৃষ্টির মাধ্যমে ফায়দা লোটার চেষ্টা করছে। বিএনপি রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনেও কারচুপির অভিযোগ তুলেছিল। কিন্তু পরে আর কোনো কথা বলে নাই তারা। পরিশেষে তারা বলল, কারচুপি হয়েছে, তবে বেশি করতে পারেনি। “

মোহাম্মদ নাসিম আরও বলেন, “বর্তমান নির্বাচন কমিশনে যারা আছেন, তারা সবাই অভিজ্ঞ লোক। তাদের প্রত্যেকেরই নির্বাচনী মাঠে কাজ করার অভিজ্ঞতা আছে। তারা কর্মজীবনের অভিজ্ঞতা ও সাংবিধানিক পদ অনুযায়ী নির্বাচন কমিশনাররা কাজ করবেন বলে আশা রাখি। “

পাঠকের মতামত: