ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

বান্দরবানে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবা‌নের সদর উপজেলার টংকাবতী‌তে বন্য হা‌তির আক্রমণে কামাল উ‌দ্দিন (৫০) না‌মে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাতে উপ‌জেলার টংকাবতী ইউ‌নিয়‌নের কালাগইন্যা এলাকায় এ ঘটনা ঘটে। পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বন্য হাতির দল জ‌মির ধান খাওয়ার সময় বন্য হাতি তাড়াতে গেলে হা‌তির পা‌য়ে পিষ্ট হ‌য়ে মারা যান কামাল উ‌দ্দিন। তিনি কালাগইন্যা গ্রামর মৃত আব্দুল আলীর পুত্র।

সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ জানান, জ‌মির পাকা ধান খাওয়ার সময় বন্য হা‌তি তাড়া‌তে যান কৃষক কামাল উদ্দিন। হা‌তি তেড়ে এলে পালা‌তে গি‌য়ে মা‌টি‌তে প‌ড়ে যান তিনি। এসময় পা‌য়ের নী‌চে পিষ্ঠ হয়ে মেরে ফেলে হাতি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ছরোয়ার হো‌সেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,কৃষক কামালের লাশ উদ্ধা‌রে ঘটনাস্থ‌লে গে‌ছে পু‌লিশ।

পাঠকের মতামত: