ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

বান্দরবানে পিকনিকের গাড়ী উল্টে আহত ৪০

মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান কেরাণীহাট সড়কের কসাইপাড়ার মানুরটেকে পিকনিকের বাস উল্টে কমপক্ষে ৪০ যাত্রী আহত হয়েছেন। বেলা ১১ টার দিকে এই র্দূঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে আসা পিকনিকের যাত্রীবাহী বাসটি মানুরটেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেই উল্টে যায়। ঘটনার পর স্থানীদের সহায়তায় আহতদের বাসের ভেতর থেকে উদ্ধার করা হয়। এসময় বাসে থাকা ৫০ যাত্রীর মধ্যে চালকসহ প্রায় ৪০ জনই কমবেশি আহত হয়েছেন।

আহতদের সবাইকে সদর হাসপাতাল এবং নিকটস্থ ফার্মেসীগুলোতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান বাসের অন্য যাত্রীরা।

জানা গেছে, বাসটি সকালে চট্টগ্রাম শহরের ইপিজেড এলাকা থেকে র্গামেন্টের শ্রমিক-র্কমচারীদের নিয়ে বান্দরবানে পিকনিক করতে এসেছিল।

এদিকে র্দূঘটনার পরপরই জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ঘটনাস্থল পরির্দশণ করেছেন।

পাঠকের মতামত: