মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি ঃ
বান্দরবান জেলা শহরে সোমবার ভোরে পুরাতন ডিসি অফিস সংলগ্ন প্রধান সড়কের পাশে ১১টি দোকান ভস্মিভূত হয়েছে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দমকল বাহিনী ধারণা করছে।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্থদের ১ লাখ টাকা সহ চাল বিতরণ করা হয়েছে।
এছাড়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর জানান, অফিসার্স ক্লাবের পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল, ডাল, চিনি এবং বিভিন্ন খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।
পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা, সদর উপজলো চেয়ারম্যান এম আবদুল কুদ্দুছ এবং পৌর মেয়র ইসলাম বেবী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান আগুনে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করার ঘোষণা দেন।
পাঠকের মতামত: