মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ
বান্দরবান সদরে লালব্রিজ এলাকায় একই পরিবারের ৫জন অগ্নিদগ্ধ হয়েছে। শুক্রবার গভীর রাতে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেরোসিনের জ্বলন্ত কুপির তেল শেষ হয়ে এলে আজিজুল (২৮) কুপিতে তারপিন ঢালছিল। এসময় আগুন হঠাৎ বেড়ে গিয়ে তার হাতে থাকা তারপিনে জ্বলে ওঠে। এসময় আজিজুল জ্বলন্ত বাতিটি ছুড়ে মারে। ফলে জ্বলন্ত তারপিন ছিটকে পরিবারের সদস্য কামরুন্নাহার (২৭), খতিজা (১৭), জান্নাত আরা (১৫) ও সানজিদার (১০) কাপড়ে পড়ে। ফলে তাদের গায়ে আগুন ধরে যায়। তাদের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কামরুন্নাহারের দেহের ৮০ শতাংশ পুড়ে গেছে। ডাঃ ইকবাল সাংবাদিককে জানান, শতকরা ৩০ শতাংশ পুড়ে গেলে তাদেরকে সাধারণত আমরা হাসপাতালে রাখি না। কিন্তু এখানে যারা এসেছে তারা অত্যন্ত গরিব। এছাড়া পরিবারের সবাই অগ্নিদগ্ধ। তাই তাদেরকে চট্টগ্রামে না পাঠিয়ে এখানে ভর্তি করিয়েছি। তবে এখানে থাকায় তাদের ঝুঁকি আছে।
পাঠকের মতামত: