মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান ::
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন পরিচালিত সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের (আইসিডিপি) প্রাক-প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ শিশু শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাইশারী ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিক মোঃ আব্দুর রশিদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নাইক্ষ্যংছড়ি উপজেলা ম্যানেজার এ.কে.এম রেজাউল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ, সিনিয়র পাড়াকর্মী নিগার সোলতানা, পরিষদ সচিব আবু হানিফ রাজু, উপজেলা সহকারী ব্যবস্থাপক(আই.সি.ডি.পি) মোঃ আব্দুর রহমান প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবু তাহের, নুরুল আজিম, মহিলা সদস্যা সেলিনা আক্তার বেবি, স্কুল ফিডিং প্রোগ্রামের সিনিয়র অফিসার ওসমান সরোয়ার, সিনিয়র পাড়াকর্মী অংমাচিং চাক, মনোয়ারা বেগম, ধুংচাই মার্মা প্রমুখ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প আইসিডিপির পাড়াকেন্দ্রে দ্বিতীয় বারের মত সনদ বিতরণ করতে পেরে সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীতে আরো সুন্দরভাবে পাড়াকর্মীরা যেন পাঠদান দিয়ে পাড়াকেন্দ্র গুলোতে আরো একধাপ এগিয়ে যায় সেজন্য উপস্থিত সকল পাড়াকর্মীদের প্রতি আহ্বান জানান।
####################
নাইক্ষ্যংছড়িতে নারী ক্ষমতায়ন ও স্কুল ফিডিং কার্যক্রম নিয়ে দিনব্যাপী কর্মশালা
মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদে নারী উন্নয়ন ও স্কুল ফিডিং কার্যক্রমের উপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রয়ারী মঙ্গলবার সকাল দশটার সময় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপজেলা ম্যানেজার এ.কে.এম রেজাউল হক। স্কুল ফিডিং প্রোগ্রামের এফএম আব্দুর রশিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ, ইউনিয়ন পরিষদ সচিব আবু হানিফ রাজু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপজেলা সহকারী ব্যবস্থাপক আব্দুর রহমান, ইউপি সদস্য আবু তাহের, নুরুল আজিম, মহিলা সদস্যা সেলিনা আক্তার বেবি, এফএম ওসমান সরোয়ার, সিনিয়র পাড়াকর্মী অংমাচিং চাক, নিগার সোলতানা, রোমানা আক্তার, মনোয়ারা বেগম, ধুংচাই মার্মা সহ প্রমুখ।
দিনব্যাপী নারী উন্নয়ন কর্মশালায় প্রশিক্ষণার্থীদের মাঝে সাতটি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের বিষয় সমূহ হল, এইচআইভি/এইচ সম্পর্কে ধারণা, দূর্যোগে ঝুঁকি কমাতে সচেতনতা, বিদ্যালয়/পাড়া কেন্দ্রে আঙ্গিনায় সবজি বাগান স্থাপন, স্বাস্থ্য, পরিস্কার-পরিচ্ছন্নতা, পয়ঃ নিস্কাশন বিষয়ক শিক্ষা, এসএমসি/পিসিএমসি তে নারীর ভূমিকা নিয়ে উৎসাহিত করণ ও কৃমি নিধন।
কর্মশালায় বক্তারা বলেন, স্কুল ফিডিং প্রোগ্রামের মাধ্যমে স্কুল ও পাড়া কেন্দ্রের শিশুদের ভর্তি ও উপস্থিতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এছাড়া স্কুল থেকে ঝরে পরা কমেছে। এর মাধ্যমে শিশুদের অপুষ্টি উপাদানের অভাব দূর করে শিক্ষা গ্রহণে ক্ষমতা বাড়ায়।
প্রধান অতিথি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ কর্ণদ্বার, তাই কোন শিশুদের অযতœ ও অবহেলা করা চলবে না। সরকারের পাশাপাশি এনজিও সংস্থা এন.জেড একতা মহিলা সমিতি দীর্ঘকাল যাবত প্রত্যান্ত অঞ্চলে শিশু ও নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে যাচ্ছে।
পাঠকের মতামত: