ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ বাংলাদেশ হতে পারে দক্ষিণ এশিয়ার ট্রানশিপমেন্ট হাব

1491221684অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার পরিবহন ও ট্রানশিপমেন্ট হাবে পরিণত হওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। সোমবার ভারতে এশিয়া ডেভেলপমেন্টের সঙ্গে যৌথভাবে আয়োজিত সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কোঅপারেশনের অর্থমন্ত্রীদের বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে বাংলাদেশ, ভারত, ভুটান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও শ্রীলংকার অর্থমন্ত্রীরা সাসেক ভিশন ২০২৫ অনুমোদন করেন। দিনব্যাপী বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি।

মুহিত বলেন, মিয়ানমার, ভারত, ভুটান, নেপাল ও চীনের কুনমিংয়ের পার্শ্ববর্তী হওয়ায় আঞ্চলিক সংযোগ হাব হিসেবে বাংলাদেশ আদর্শ। আন্তঃসংযোগের মডেল এই অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করবে। নির্মীয়মাণ পদ্মা সেতু প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংযোগ উন্নতি করতে ভূমিকা পালন করবে।

সাসেক ভিশন ২০২৫ সম্পর্কে মুহিত বলেন, এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবহন, বাণিজ্য ও জ্বালানিখাতের লক্ষ্যগুলো নির্দিষ্ট করেছে। বৈঠকে ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি উপস্থিত ছিলেন। -প্রেস রিলিজ।

পাঠকের মতামত: