ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ নদী পরিব্রাজক দল টেকনাফ কমিটি গঠিত

teknaf-river-travellar-300x143বার্তা পারিবেশক:
নদী ভ্রমণ, নদী সুরক্ষা, আর নদী নির্ভর মানুষের কল্যাণে আমাদের পথচলা। এই ব্রত নিয়ে বাংলাদেশ নদী পরিব্রাজক দল টেকনাফ কমিটি গঠিত হয়েছে। ৯ জানুয়ারি বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা কমিটির সভাপতি আব্দুল আলীম নোবেল ও সাধারণ সম্পাদক মিনার হাসান স্বাক্ষরিত টেকনাফ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসবে মনোনিত করা হয়েছে মোহাম্মদ কবির আকাশ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সেলিম,সহ-সভাপতি আমান উল্লাহ,সাধারণ সম্পাদক- মোঃ ইসলাম,সংগঠনিক সম্পাদক ছৈয়দুল আমিন, সম্প্রসারণ সম্পাদক- মংসাই,অর্থ সম্পাদক- ওমর সাদেক তারেক,গবেষণা সম্পাদক-সাইফুল ইসলাম সাকের, প্রকশান সম্পাদক- মাহফুজুর রহমান, ভ্রমণ সম্পাদক-তারেক মোরশেদ জয়েল,জনসংযোগ সম্পাদক-তৌহিদ আরমান, জীববৈচিত্র সম্পাদক-মৌলভী শামসুল আলম,সাংস্কৃতিক সম্পাদক-হুমায়ুন কবির,তথ্য ও প্রযুক্তি সম্পাদক-আব্দুল্লাহ আল আমিন,পাঠচক্র সম্পাদক-মোঃ ইছাক। এছাড়া নির্বাহী সদস্যরা হলেন, মিজানুর রহমান,মোঃ সেলিম,মোঃ রফিক,শামসুল আলম,মোঃ আয়ুব চৌধুরী, মোহাম্মদ জুবাইর, মোঃ সেলিম, নুর মোহাম্মদ .

পাঠকের মতামত: