ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

বঙ্গোপসাগর থেকে ৫৮ মালয়েশিয়াগামী উদ্ধার: ট্রলারসহ দু’দালাল আটক

হেলাল উদ্দিন, টেকনাফ ::
বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৫৮ মালয়েশিয়াগামী রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় পাচারে ব্যবহৃত ট্রলারসহ ২ দালালসহ আটক করা হয়।
কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. জোসেল রানা জানান, বৃহস্পতিবার (৩০মে) সন্ধা ৭টার দিকে অবৈধভাবে রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচারের খবর পেয়ে সেন্টমার্টিনের অদূরে দক্ষিণ সাগরে অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী ২৮ নারী, ২০ জন পুরুষ ও ১০ জন শিশুককে উদ্ধার করা হয়। এসময় মানবপাচারকারী চক্রের সদস্য টেকনাফের নাইট্যংপাড়ার মৃত রশিদ আহমদের ছেলে রুবেল ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ওমর ফারুককে আটক করা হয়।
আটকৃত দালালসহ উদ্ধার মালয়েশিয়াগামীদের টেকনাফ থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত: