ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

ফাইতংয়ে বসতবাড়িতে ঢুকে হামলা গৃহবধুকে দা দিয়ে কুপিয়ে হত্যা চেষ্ঠা

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার বানিয়ারছড়ার অদুরে ফাইতংয়ে পূর্বশত্রুতার জের ধরে এক গৃহবধুকে হত্যা চেষ্টায় কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। বর্তমান তার অবস্থা সংকাটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক। হামলার সময় বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে।

অভিযোগে জানাগেছে, ফাইতং ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সুতাবাদী ভাঙ্গাব্রীজ পাড়া আবদুস সালামের ছেলে মোহাম্মদ সেলিমের পরিবারের সাথে একই এলাকার ওবাইদুল হাকিমের পুত্র নুরুল আলম গংয়ের মধ্যে তুচ্ছ বিষয়ে পারিবারিক বিরোধ চলে আসছিলো। এর সূত্র ধরে গত ২৮ জানুয়ারী রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত নুরুল আলমের নেতৃত্বে লাঠিয়াল বাহিনী বাড়িতে ঢুকে সেলিমের স্ত্রী তাহমিনা আক্তার (২৬) এর উপর অতর্কিত হামলা চালায়।

হামলায় গৃহবধু তাহমিনাকে মাথা, বুকে, সহ সর্বশরীরে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় বাড়িতে ঢুকে ব্যবসায়ীকভাবে রক্ষিত নগদ ৫০ হাজার, ব্যবহৃত মোবাইল সেট, পড়নের ১ভরি ওজনের স্বর্ণের কানফুল লুট করে ও ১০ হাজার টাকা মূল্যমানের আসবাবপত্রও ভাংচুর করে। গৃহবধুর স্বামী মো: সেলিম জানিয়েছেন, পূর্বশত্রুতার বিরোধের ঘটনায় স্থানীয় মেম্বার মোহাম্মদ জুবাইর এর কাছে বিচারাধীন রয়েছে। তারা এনিয়ে মামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানান।##

পাঠকের মতামত: