ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় রণক্ষেত্র: সাংবাদিক সহ আহত-১০, স্কুল মাদরাসা আন্ত:ফুটবলে জি.এম.সি চ্যাম্পিয়ন

songarsরিয়াজ উদ্দিন.পেকুয়া

পেকুয়া উপজেলা মাধ্যমিক স্কুল মাদরাসা আন্ত: ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পেকুয়া জি.এম.সি ইনষ্টিটিউশন বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়কে ২-০গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ে জিএম.সির পক্ষে রাসেল ও হাসান গোল করে দলের বিজয় নিশ্চিত করেন। এদিকে ্উত্তেজনাপূর্ণ খেলাটি শিলখালী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকে বারবাকিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের খেলোয়াড়রা মারমুখী অবস্থান আর দুপক্ষের সমর্থকদেরও উত্তেজনাকর অবস্থানের কারণে খেলার শেষ হতে না হতেই সংঘর্ষের সৃষ্টি হয়। এসংঘর্ষে সাংবাদিক খেলোয়াড় সহ অন্তত ১০ ব্যক্তি গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় খেলা শেষে মাঠ থেকে বের হতেই বারবাকিয়ার দর্শকরা জি.এম.সির খেলোয়াড় রাসেলকে আক্রমণ করে এসময় দুস্কুলের শিক্ষকদের হস্তক্ষেপে রাসেল উদ্ধার পেলেও পুরো এলাকায় জুড়ে ধাওয়াপাল্টা ধাওয়ার সৃষ্টি হয়।এক পর্যায়ে পেকুয়ার লোকজনের ওপর বারবাকিয়া ও শিলখালীর লোকজন সম্মিলিত হামলা শুরুকরলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণিত হয়। সংঘর্ষের ছবি তুলতে গেলে স্থানীয় সাংবাদিক এফএম সুমনকে বারাবাকিয়ার সমর্থকরা আক্রমণ কওে গুরুতর আহত করে।দুবিদ্যালয়ের খেলোয়াড়দের স্থানীয় লোকজন ও শিক্ষকদের মধ্যস্থতায় কোন রকম মঞ্চে এনে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার আপ ট্রফি হাতে তুলে দেন পেকুয়া উপজেলা পরিষদেও চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু।এসময় উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পেকুয়া জিএমসির সাবেক প্রধান শিক্ষক এএম শাহজাহান, শিলখালী ইউপির চেয়ারম্যান নুরুল হোছাইন, শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইব্রাহিম, জি.এম.সির প্রধান শিক্ষক জহিরউদ্দিন, বারবাকিযা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, আওয়ামীলীগ নেতা কাজীউল ইনচান প্রমুখ। খেলার শুরু থেকে পুলিশ মোতায়েন থাকায় আরো বড় ধরণের সংঘর্ষের ঘটনা থেকে বাচা গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে। উল্লেখ্য ২৪আগষ্ট পেকুয়া শহীদ জিয়া ক্রীড়া কমপ্লেক্সে দু দলের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়ে বিতর্কিত গোলের সুত্রধরে সংঘর্ষের সৃষ্টি হলে ঘটনাস্থলে পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু খেলাটি অমিমাংসিত ঘোষণা করে বারবাকিয়া পেকুয়ার বাইরে নিরেপক্ষ ভ্যানু শিলখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিলে গতকাল খেলাটির শান্তিপূর্ণভাবে শেষ হলে জি.এমসির খেলোয়াড় রাসেলকে হামলা করলে এ সংঘর্ষের সৃষ্টি হয়।

পাঠকের মতামত: