ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় মাতামুহুরীর চরে যুবকের লাশ

Pic, Chakaria Pekua 14.06.2016এম.জিয়াবুল হক, চকরিয়া ::
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়রের পূর্ব মেহের নামা এলাকায় মাতামুহুরী নদীর চরে লামায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের গলিত লাশ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে লাশটি চরে গিয়ে আটকে যায়। পরে খবর পেয়ে তার আতœীয়স্বজন গিয়ে লাশটি লামায় নিয়ে যায়।
মোঃ ফারুক আহমদ বান্দরবানের লামা উপজেলার সদর ইউনিয়নের আলী আহমদের পুত্র। গত শনিবার মোঃ ফারুক আহমদ নৌকায় করে মাতামুহুরী নদী পার হওয়ার সময় বজ্রপাতের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়।
নিহত যুবকের চাচা দানু মিয়া লাশটি মোঃ ফারুক আহমদের বলে নিশ্চিত করেছেন। নিহত ফারুকের লাশটি তার আতœীয়স্বজন মঙ্গলবার ১৪ জুন দুপুর ১২টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহের নামা এলাকার মাতামুহুরী নদীর চর থেকে লাশটি লামায় নিয়ে যায়। মোঃ ফারুক আহমদ রুপসী পাড়া ইউনিয়নের তার শ্বশুড় বাড়িতে বসবাস করতেন বলে তার পারিবারিক সুত্র জানিয়েছেন।

পাঠকের মতামত: