ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

পেঁয়াজের মূল্য ইস্যুতে ২৫০০ ‘অসাধু ব্যবসায়ীর’ বিরুদ্ধে আইনি ব্যবস্থা

ডেস্ক নিউজ ::  পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের তদারকি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন । তিনি বলেন, ‘এই পর্যন্ত প্রায় ২ হাজার ৫০০ জন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’ সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন এই তথ্য জানান।

বাণিজ্য সচিব বলেন, ‘মিসর থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান কার্গো বিমানে দেশে আসছে আগামীকাল মঙ্গলবার (১৯ নভেম্বর)। এই‌ পেঁয়াজ দেশে এলে বাজার স্থিতিশীল হবে।’

এলসির মাধ্যমে সমুদ্রপথে পেঁয়াজ আমদানিতে দেড় মাসের মতো সময় লাগে উল্লেখ করে বাণিজ্য সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপদকালীন সমস্যা নিরসনে দ্রুত গতিতে কার্গো বিমানে মিসর, তুরস্ক ও চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশ অনুযায়ী এস আলম গ্রুপ আগামীকাল (মঙ্গলবার) কার্গো বিমানযোগে পেঁয়াজের প্রথম চালান নিয়ে আসছে।’

বাণিজ্য সচিব আরও বলেন, ‘এরই মধ্যে বিভিন্ন জেলায় মাঠ থেকে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। সবকিছু মিলিয়ে শিগগিরই বাজারে পেঁয়াজের মূল্য কমে আসবে।’

তবে, মঙ্গলবার কখন, কী পরিমাণ পেঁয়াজ দেশে আসছে?—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব কোনও জবাব দেননি।

 

পাঠকের মতামত: