ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

‘পুলিশ টাকা চাইলে জানাবেন’

অনলাইন ডেস্ক :: ‘পুলিশ অকারণে হয়রানি বা টাকা দাবি করলে আমাকে ফোন করে জানাবেন। তাৎক্ষণিক ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ আজ বিকেলে উল্লাপাড়া মডেল থানা আয়োজিত পঞ্চক্রোশী স্কুল মাঠে বিট পুলিশিং সমাবেশে সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম এ কথা বলেছেন।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ কোনো ঘটনা, নারী নির্যাতন বা জরুরি কোনো সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশিং সেবা গ্রহণ করবেন। আপনাদের বাড়িতে কোনো চিহ্নিত আসামিকে আশ্রয় না দিয়ে পুলিশের হাতে তুলে দিয়ে সহযোগিতা করবেন। অহেতুক কোনো গুজবে কান দিবেন না।

 

পাঠকের মতামত: