রাঙামাটি শহরের সুখী নীলগঞ্জ পুলিশ লাইন ব্যারাকে এক পুলিশ কনষ্টেবলের অসতর্কতার কারণে প্রাণ গেল আরেক পুলিশ কনষ্টেবলের ৷
২০ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১.৪৫ মিনিটের সময় পূর্ণয় বড়ুয়া (২০) পিতা শেখর বড়ুয়া, গ্রামের বাড়ী পূর্ব গুজরা, রাউজান, চট্টগ্রাম৷ ব্যারাকে কর্তব্যরত অবস্থায় একই পোষ্টে ডিউটির জন্য পূর্ণয় বড়ুয়া কনষ্টেবল সৌরভ বড়ুয়া (২০) পিতা মানিক বড়ুয়া, গ্রামের বাড়ী পশ্চিম গহিরা, রাউজান, চট্টগ্রাম’কে,বেলা ১২ টার ডিউটির জন্য ডাকতে গেলে অসতর্কতার কারণে সৌরভ বড়ুয়ার চাইনিজ রাইফেল থেকে গুলি বের হয়ে ঘটনাস্থলেই পূর্ণয় বড়ুয়ার মর্মান্তিকভাবে মৃত্যু ঘটে ৷সৌরভ বড়ুয়া ও পূর্ণয় বড়ুয়া গত ১৩ নভেম্বর ২০১৫ ইংরেজী তারিখ কনষ্টেবল পদে চাকুরীতে যোগদান করেন ৷
পুলিশ কনষ্টেবল পূর্ণয় বড়ুয়ার মৃত্যু বিষয়ে প্রতিবেদক জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (রাঙামাটি সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল জানান,ডিউটি শেষে রাইফেল থেকে গুলি অপসারন করার সময় অসতর্কতার কারণে কনষ্টেবল সৌরভ বড়ুয়ার রাইফেল থেকে গুলি বের হয়ে কনষ্টেবল পূর্ণয় বড়ুয়ার শরীরে গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে ৷
রাঙামাটি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডাঃ মোঃ অহিদুর রহমান জানান, কনষ্টেবল পূর্ণয় বড়ুয়ার কোমরের ডান পাশে গুলি বিদ্ধ হয়েছে ৷
ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিম, ডাঃ মোঃ অহিদুর রহমান, রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ ও এসআই মোঃ আনোয়ার হোসেন সুরাহাতাল প্রতিবেদন তৈরী করেন ৷ সুরাহাতাল প্রতিবেদনে দেখা গেছে কনষ্টেবল পূর্ণয় বড়ুয়ার শরীরে বিদ্ধ গুলিটি শরীরের ভিতর রয়ে গেছে ৷
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ জানান, সুখি নীলগঞ্জ পুলিশ লাইনে উর্ধতন কর্তৃপক্ষরা বিষয়টি তদন্তের জন্য রয়েছেন, এছাড়া সকল সরকারী নিয়মনীতি মেনে কনষ্টেবল পূর্ণয় বড়ুয়ার মৃতদেহ তার গ্রামের বাড়ীতে পাঠানো হবে ৷ ইতিমধ্যে তার গ্রামের বাড়ীতে খবর দেওয়া হয়েছে ৷
দুর্ঘটনার খবর পেয়ে রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন রাঙামাটি সদর হাসপাতালে কনষ্টেবল পূর্ণয় বড়ুয়ার মৃতদেহ দেখতে যান ৷
ঘটনার পরপর কনষ্টেবল সৌরভ বড়ুয়া জ্ঞান হারিয়ে ফেলায় কর্তপক্ষ তাত্ক্ষনিক ভাবে তাকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করান ৷
কনষ্টেবল সৌরভ বড়ুয়া চিকিত্সাধীন রয়েছেন ৷ সুত্র :সিএইচটি মিডিয়া ।
পাঠকের মতামত: