ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

পানিতে ডুবে প্রতিবন্ধী নারীর মৃত্যু

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা প্রতিনিধিঃ
লামার পার্শ্ববর্তী বমু বিলছড়ি ইউনিয়নে খালে গোসল করতে গিয়ে ফরিদা বেগম (৪৫) নামে এক প্রতিবন্ধী নারীর পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার দুপুরে ইউনিয়নের পানিস্যাবিল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফরিদা বেগম পানিস্যাবিল এলাকার সৈয়দ নূর এর মেয়ে।
নিহতের বাবা জানায়, ফরিদা মানসিক প্রতিবন্ধী ছিল এবং সে দীর্ঘদিন যাবৎ মৃগীরোগে ভুগছিল। শুক্রবার দুপুর ১২টার সময় বাড়ির পাশের বমু খালে গোসল করতে যায়। নদীতে গোসলরত অবস্থায় মৃগীরোগ উঠলে ঘটনাস্থলে সে মারা যায়। মরে তার শরীর নদীতে ভেসে উঠলে আশপাশের লোকজন দেখতে পেয়ে তার লাশ উদ্ধার করে।
জানা যায়, মানসিক প্রতিবন্ধী হওয়ায় বেশীদিন স্বামীর সংসার করতে পারেনি ফরিদা। বৃদ্ধ বাবার সংসারে থাকত সে।
পানিতে ডুবে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বমু বিলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল মতলব বলেন, লাশটি স্থানীয়রা উদ্ধার করেছে। নদীতে গোসলরত অবস্থায় মৃগীরোগে আক্রান্ত হওয়ায় সে আর কূলে উঠে আসতে পারেনি।

পাঠকের মতামত: