চট্টগ্রাম পটিয়ার উপজেলার ধলঘাট¯’ বাগদন্ডী-নন্দেরখীল আজাদ ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম রোটারী ক্লাবের উদ্যোগে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি সার্জারী বিশেষজ্ঞ কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান (ক্যাজুয়ালটি বিভাগ) ডা. ঋভুরাজ চক্রবর্তীর সহযোগীতায় বাগদন্ডী-নন্দেরখীল এলাকায় রা¯–ার পাশের্^ প্রায় সাত হাজার বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন ১০নং ধলঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন। এসময় অন্যান্যদের মধ্যে উপ¯ি’ত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম বাবুল, এস.এম.শফি, আজাদ ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম (মাস্টার), সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম দুলাল, সহ-সভাপতি মো. মফিজুল আলম, মো. মুছা, মো. জাফর আহম্মদ, মিলন কাšি– দে, মো. মাহবুবুল আলম, সহ-সম্পাদক মো. নুরুল আবচার, মো. জসিম উদ্দীন, অর্থ-সম্পাদক মো. আলাউদ্দীন, সহ অর্থ-সম্পাদক মো. ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম, সহ-সাংগঠনিক মো. এরশাদ হোসেন, প্রচার সম্পাদক মো. আবু তাহের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাইফুল আলম, ডা. শোভন দাশ, সদস্য মো. আবুল বশর, মো. তাজ উদ্দীন, মোছাঃ আঞ্জুমান আরা, শামীম আরা, দোলন মিত্র, ইউপি সদস্য মো. আবুল কালাম, মোঃ মাসুদ রানা, মো. শফিউল আলম বাদশা, রণধীর চক্রবর্তী, মো. শহীদ, চন্দন দে, সুমি দে প্রমুখ।
গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচী পালনকালে নেতৃবৃন্দ বলেন, সবুজ বনভূমি দিন দিন কমে যাওয়ায় পৃথিবী বসবাসের অনুুপযোগী হচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগ ধেয়ে আসছে। তাই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার কোন বিকল্প নেই।
পাঠকের মতামত: