ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

নৌকা বিসর্জনের বাজনা বাজছে : রিজভী

rizbiনিজস্ব প্রতিবেদক :::
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “শেখ হাসিনার সরকারই নির্বাচন কালীন সহায়ক সরকার হবে” আওয়ামী লীগের এই বক্তব্যকে গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আবারো একতরফা নির্বাচনের চক্রান্ত করলে জনগণ তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য দেশকে গভীর বিপদের দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত। এভাবে নির্বাচন হলে জনগণ আওয়ামী লীগকে যে প্রত্যাখ্যান করবে তা চির স্মরণীয় হয়ে থাকবে।

এছাড়া তিনি আরও বলেন, ‘নৌকার বিসর্জনের বাজনা বাজতে শুরু করেছে। শেখ হাসিনার অধীনে নির্বাচনের চেষ্টা করলে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হবে। আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না।’

 

 

পাঠকের মতামত: