ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

‘নির্দেশনা না মানলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ’

অনলাইnahidন নিউজ ডেস্ক ::

দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারি নির্দেশনা না মানলে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বুধবার দুপুরে আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চান্সেলর রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা এখনও নিজস্ব ক্যাম্পাসে না গিয়ে একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছে তাদের বিরুদ্ধে খুব শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ’

তিনি আরও বলেন, ‘আমরা সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা ছাত্র-ছাত্রীদের মধ্যে কোনও পার্থক্য করি না। সব শিক্ষার্থী আমাদের সন্তান ও জাতির ভবিষ্যৎ। সবার জন্যই মানসম্মত শিক্ষা এবং সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ’

এর আগে সমাবর্তনে ৩৪৭৩ জন নবীন গ্র্যাজুয়েট শিক্ষার্থী শিক্ষামন্ত্রীর কাছ থেকে সনদ গ্রহণ করেন। এছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১৩ জন গ্র্যাজুয়েটকে স্বর্ণ পদক দেওয়া হয়।

সমাবর্তনে আরও  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ইউসুফ মাহাবুবুল ইসলাম,বিশ্ববিদ্যালয় ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খাঁনসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১৭টি বিভাগে ১৬ হাজার শিক্ষার্থীকে গ্র্যাজুয়েন্ট প্রদান করেন

পাঠকের মতামত: