নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড়ে নিখোজের ৯দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড ক্যাজাইহ্লা মার্মার ঘোনা নামক স্থানে দুই পাহাড়ের মাঝখানে মাটি কুড়ে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশ হলো- ইউনিয়নের ৪নং ওয়ার্ড করলিয়ামুরা গ্রামের বাসিন্দা মোঃ হোছনের পুত্র আব্দুল হাকিম (২৮)।
উদ্ধার হওয়া লাশের পিতা মোঃ হোছন জানান, গত ২৩ জুন সকাল সাড়ে ১১টার দিকে এক ব্যক্তি আমার ছেলেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার কোন ধরনের খোজ খবর না পেয়ে গত ০১ জুলাই বিষয়টি নিকটবর্তী বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত ভাবে জানায়। এর পরপরই পুলিশ গহীন পাহাড়ের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনার মাধ্যমে সন্ধান চালায়। কিন্তু পুলিশ যুবকের কোন ধরনের সন্ধান পায়নি। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় শত শত লোকজন গহীন পাহাড়ে সোমবার সকাল থেকে তল্লাশী শুরু করে। ঐ সময় লোকজন দুই পাহাড়ের মাঝখানে সমতল জায়গায় নতুন মাটির গর্তের সন্ধান পায়। ঘটনাটি সাথে সাথে ইউপি চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্যকে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানালে চেয়ারম্যান ঘটনাটি বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ একেএম হাবিবুল ইসলাম ও সহকারী ইনচার্জ মোঃ আবু মুসাকে অবহিত করেন।
খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌছায় এবং ঘটনাস্থল থেকে নতুন মাটি দেখার পর সন্দেহ হলে গর্ত খুড়ে দেখতে পায়, এক ব্যক্তির লাশ। ঐ সময় পরিবারের সদস্যরা লাশ দেখে আব্দুল হাকিম বলে সনাক্ত করে। এছাড়া গর্ত থেকে লাশের সাথে একটি ছোট ছুরি, ছাতা, মোবাইলের ব্যাটারী ও গামছা উদ্ধার করা হয়।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) একেএম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীদের সাথে নিয়ে মাটি খুড়ে গর্ত থেকে লাশটি উদ্ধার করেন এবং লাশটি ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে নিহত আব্দুল হাকিমের মা আমেনা খাতুন তার ছেলের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সুষ্ট তদন্ত পূর্বক ন্যায় বিচার পাওয়ার আশা ব্যক্ত করেন। মাটি খুড়ে আব্দুল হাকিমের লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। লাশটি দেখতে গহীন পাহাড়ে ইউনিয়নের শত শত লোকজন ভীড় জমায়। পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম। এই রিপোর্ট লিখা ও পাঠানো পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক এবং মামলা হয়নি। তবে পরিবারের সদস্যদের দাবী তারা অবশ্যই নিহতের খুনিদের বিচারের জন্য মামলা দায়ের করবেন।
প্রকাশ:
২০১৮-০৭-০২ ১৫:৩১:৩২
আপডেট:২০১৮-০৭-০২ ১৫:৩১:৩২
- চকরিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
- ইসলামের বৃহৎ স্বার্থে চকরিয়া জামায়াতে ইসলামীর সাথে একটেবিলে বসতে চায়
- চকরিয়ায় চিংড়িঘের দখল নিয়ে দু-গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ ১, অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক
- চকরিয়ায় পৌরশহরের তিনটি আবাসিক হোটেল ও চারটি রেস্টুরেন্টে অভিযান
- কিশলয় শিক্ষা নিকেতন স্কুলে বিলুপ্ত কমিটির স্বাক্ষর নিয়ে বিল ভাউচার করার অভিযোগ
- শীতের কম্বল দিতে বেড়িয়ে পড়েন চকরিয়ার মানবিক ইউএনও আতিকুর রহমান
- চকরিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউপি মেম্বারসহ আহত ৪
- কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী
- পেকুয়ায় রব্বত আলী পাড়া সড়কে গাড়ি চলে না ২০ বছর!
- চকরিয়ায় বাস চাপায় বৃদ্ধ নিহত
- চকরিয়ায় সংঘবদ্ধ ধর্ষণরর মামলার অন্যতম আসামি ফারুককে গ্রেফতার করেছে র্যাব
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- খুটাখালীতে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
- শীতের কম্বল দিতে বেড়িয়ে পড়েন চকরিয়ার মানবিক ইউএনও আতিকুর রহমান
- চকরিয়ায় পৌরশহরের তিনটি আবাসিক হোটেল ও চারটি রেস্টুরেন্টে অভিযান
- চকরিয়ায় সংঘবদ্ধ ধর্ষণরর মামলার অন্যতম আসামি ফারুককে গ্রেফতার করেছে র্যাব
- পেকুয়ায় রব্বত আলী পাড়া সড়কে গাড়ি চলে না ২০ বছর!
- ইসলামের বৃহৎ স্বার্থে চকরিয়া জামায়াতে ইসলামীর সাথে একটেবিলে বসতে চায়
- চকরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদোগে নৌযান মালিক ও সারেং দের নিয়ে কর্মশালা
- কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
- কিশলয় শিক্ষা নিকেতন স্কুলে বিলুপ্ত কমিটির স্বাক্ষর নিয়ে বিল ভাউচার করার অভিযোগ
পাঠকের মতামত: