ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্টা করতে হলে জাতীয় পাটি সরকারের কোন বিকল্প নেই -এমপি ইলিয়াছ

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার বুমবিলছড়ি ইউনিয়নে স্থানীয় সরকার বিভাগ এলজিইডির অর্থায়নে ৭৫লাখ টাকা ব্যয়ে একটি নতুন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ। সোমবার সকালে তিনি ইউনিয়নের ওই সড়কের উদ্বোধন শেষে স্থানীয় শহীদ আবদুল হামিদ প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সুধী সমাবেশে এমপি ইলিয়াছ বলেন, জাতির পাটির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে দেশের সামগ্রিক উন্নয়ন সাধিত হয়েছে। তার আমলে বাংলাদেশের দৃশ্যমান উন্নয়ন এখনও প্রত্যন্ত জনপদে শোভা পাচ্ছে। তাই দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্টা করতে হলে জাতির পাটির সরকারের কোন বিকল্প নেই। তিনি বলেন, এমপি নির্বাচিত হওয়ার পর থেকে চকরিয়া-পেকুয়াবাসির উন্নয়নে তিনি সবসময় তৎপর রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে বমুবিলছড়ি ইউনিয়নে জনগনের জন্য নতুন সড়ক উপহার দেওয়া হচ্ছে। এর আগে তিনি মাতামুহুরী নদীর ভাঙ্গনে বিলীন হওয়া ইউনিয়নের কয়েকটি জনপদ পরির্দশন করেন। অনুষ্টিত সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা এলজিইডির প্রকৌশলী মো.আমিন উল্লাহ, ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল মতলব, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সোলতান আহমদ, উপজেলা জাতির পাটির সভাপতি এডভোকেট ওমর আলী, মাতামুহুরী উপজেলা জাতীয় পাটির সভাপতি মৌলভী ছিদ্দিক আহমদ। এছাড়া অনুষ্টানে ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কফিল উদ্দিন ও এমপির ব্যক্তিগত সহকারি মো.নাজিম উদ্দিন এবং ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: