ঢাকা,শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

দেশবাসীকে খালেদা জিয়ার ঈদুল আজহার শুভেচ্ছা

যুগান্তর : দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গত রোববার কারাগারে তার সঙ্গে দেখা করতে যাওয়া পরিবারের সদস্যদের মাধ্যমে খালেদা জিয়া এ শুভেচ্ছা জানান।

মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওই তথ্য দেন।

রিজভী বলেন, গত রোববার কারাগারে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া পরিবারের সদস্যদের মাধ্যমে তিনি দেশবাসী, বিশ্ব মুসলিম সম্প্রদায়, দলের নেতাকর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বিবৃতির মাধ্যমে দেশবাসীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। এরপর থেকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী।

পাঠকের মতামত: