নিজস্ব প্রতিবেদক ::
সহিংসতা, জঙ্গিবাদ ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকতে দেশজুড়ে শুক্রবারের (২৬ এপ্রিল) জুমার খুতবায় সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজধানীসহ সারা দেশের মসজিদে আজ বিশেষ আলোচনা হয় বিষয়টি নিয়ে। ধর্মপ্রাণ মুসল্লিরা মনে করেন, ধর্মের নামে সহিংসতা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না।
জুমার নামাজের খুতবায় খতিবরা তুলে ধরেন সহিংসতা পরিহার করে মানবতার কল্যাণে নিয়োজিত হওয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। অন্যায়-অবিচারসহ সব ধরনের খারাপ কাজের যে নিষেধাজ্ঞা কোরআন-হাদিসে দেয়া হয়েছে তা মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী শুক্রবার জুমার খুতবার আলোচনায় উঠে আসে সমাজে শন্তি প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকার বিষয়টিও।
সম্প্রতি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডে যে হামলা হয়েছে এমন অমানবিক কাজ কোনো ধর্মই সমর্থন করে না বলে মনে করেন মুসল্লিরা।
মুসল্লীরা বলেন, কোনো অমুসলিমকে কষ্ট দেয়া তো দূরের কথা, আল্লাহ-রসুল বরং অমুসলিমের অধিকার রক্ষা করেছেন। তারা মনে করেন, মুসলিমদের এখন সোচ্চার হওয়ার সময় এসেছে। এক বয়োবৃদ্ধ মুসল্লী বলেন, জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করো, দেশে শান্তিশৃঙ্খলা স্থাপন করো, ইসলামকে উন্নত করো, ওয়াক্তের নামাজে এটা বয়ান করা উচিৎ।
নামাজ শেষে মোনাজাতে গোটা বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
পাঠকের মতামত: