ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

তোমরা ইতিহাস সৃষ্টি করেছ: প্রধানমন্ত্রী

image_178230_0কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টটিতে স্মরণীয় জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে কথা বলেছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও ম্যান অব দ্য সিরিজ সাকিব আল হাসানের সঙ্গে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, ম্যাচ শেষ হওয়ার পরই ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সদস্যদের জন্য দোয়া করে বলেন, “তোমরা ইতিহাস সৃষ্টি করেছ, তোমাদের প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।”

জয় বাংলা বলে কথা শেষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রীলঙ্কার গলে আয়োজিত সফরের প্রথম টেস্ট ম্যাচে পরাজিত হলেও কলম্বোতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট চার উইকেটে জিতে নেয় মুশফিকের দল। এদিকে টেস্ট ম্যাচের সিরিজ সেরা হয়েছেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শততম টেস্ট স্মরণীয় করে রাখলো বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জেতার গৌরব অর্জন করেছে টাইগাররা। ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় মুশফিকের দল। ফলে, ১-১ সমতায় শেষ হলো দুই ম্যাচের টেস্ট সিরিজ।

কলম্বোর পি সারা ওভালে ১৯১ রানের সহজ লক্ষ্যটা কঠিন করে ৬ উইকেট হারিয়ে টপকে যায় সফরকারীরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয় ৩৩৮ রানে। জবাবে, ৪৬৭ রান তোলে টাইগাররা। লিড পায় ১২৯ রান। দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা ৩১৯ রান তোলে। ফলে, টাইগারদের জন্য টার্গেট দাঁড়ায় ১৯১ রান।

পাঠকের মতামত: