ঢাকা,মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

ডুলাহাজারায় বনোহাতি দেখতে গিয়ে আক্রমণে বৃদ্ধা নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি ::
কক্সবাজারের চকরিয়ায় লোকালয়ে আসা বনোহাতি দেখতে গিয়ে আক্রমণে তাহেরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়।
সোমবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত-তাহেরা বেগম (৬০) ডুলাহাজারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মালুমঘাট চা-বাগান-উত্তরপাড়া এলাকায় সোলতান আহমদের স্ত্রী।
স্থানীয়রা জানান,রাতে পাহাড় থেকে একটি বনোহাতি দলসুট হয়ে জনবসতিপূর্ণ লোকালে আসলে,এলাকার লোকজনের চিল্লাচিল্লি শোনতে পেয়ে হাতি দেখতে ঘর থেকে রাস্তায় বের হন বৃদ্ধা তাহেরা।র্দূভাগ্য বশতঃ হাতিটি হঠাৎ পিছন থেকে এসে তাহেরাকে শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে দিয়ে চাপা দেয়।ফলে এই বৃদ্ধার নারীর মৃত্যু হয়।
স্হানীয়রা আরো জানান,মহাসড়কের লাগোয়া বন সবুজায়ন দেখা গেলেও,মূলত গহীন বনে নেই,বনাকৃতি ঝুঁড়ঝাপ,গাছপালা। বলতে গেলে ফাঁকা বনের জায়গা।তাই বনো হাতিরা খাবারের খোঁজে প্রায় সময় লোকালয়ে চলে আসে।ফলে প্রতিনিয়ত র্দুঘটনা ঘটতে থাকে।বন উজাড়ের মূল কারণ হলো ভিলেজার,হেডম্যান ও সংশ্লিষ্ট দপ্তরের চাকরিরত কর্তাবাবুরাই দায়।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, এ ব্যাপারে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি ( জিডি) দায়ের করেছি।বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: