ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

টেকনাফ সাংবাদিক ইউনিটির নতুন কমিটি

y066197_nসংবাদ বিজ্ঞপ্তি ::

টেকনাফ সাংবাদিক ইউনিটির নতুন কমিটি গঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারী নেচার পার্কে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্ধিতায় এ কমিটি গঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন নুরতাজুল মোস্তফা শাহীন শাহ (এশিয়ান টেলিভিশন, ভোরের কাগজ, রূপসীগ্রাম), সাধারণ সম্পাদক হয়েছেন গিয়াস উদ্দিন ভুলু (একুশের আলো ডটকম, আজকের কক্সবাজার), সাংগঠনিক সম্পাদক হয়েছেন নুরুল হোছাইন (কক্সবাজার বাণী)।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সিনিয়র সহ-সভাপতি জিয়াবুল হক (সু-প্রভাত বাংলাদেশ, আপনকন্ঠ), সহ-সভাপতি ছৈয়দুল আমিন চৌধুরী (দৈনন্দিন, নাফ জার্নাল, ইউরো বিডি), যুগ্ন সম্পাদক হেলাল উদ্দিন (সৈকত, প্রবাল নিউজ), সহ-সাংগঠনিক সম্পাদক জসিম মাহমুদ (কক্সবাজার), অর্থ সম্পাদক মো. সেলিম (নাফ জার্নাল), দপ্তর ও প্রচার সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন (নাফ রেডিও, আলোকিত উখিয়া), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল আলী (যায়যায় দিন, আজকের কক্সবাজার), নির্বাহী সদস্য হয়েছেন যথাক্রমে, এম. আব্দুল হক (দেশবিদেশ), মো. আলম শাহীন (আপনকন্ঠ), আবছার কবির আকাঁশ (ক্রাইম বিডি), মাহফুজুর রহমান (সকালের কক্সবাজার), এম. আমান উল্লাহ (সাগর দেশ), সাধারণ সদস্য যথাক্রমে হেলাল উদ্দিন (নাফ জার্নাল ডটকম সম্পাদক), মো. সেলিম (টেকনাফ টাইম্স), মো. শাহজাহান (কক্সবাজার আলো ডটকম), হারুন সিকদার (আলোকিত উখিয়া), মো. রাশেদুল করিম (টেকনাফ বার্তা ২৪ ডটকম সম্পাদক), আমান ওয়াহিদ (সকালের খবর), এটিএন ফায়সাল (নাফ সীমান্ত সম্পাদক), মোস্তফা কামাল চৌধুরী (দৈনন্দিন), জসিম উদ্দিন টিপু (কক্সবাজার, টেকনাফ টাইমস), জেড. করিম জিয়া (এফএনএফ ২৪ ডটকম. সকালের কক্সবাজার, টেকনাফ বার্তা ডটকম), আবদুল কাইয়ুম (কক্সবাজার), নুর হাকিম আনোয়ার (মানবকন্ঠ, আমাদের চট্টগ্রাম,সকালের কক্সবাজার ও সম্পাদক ও প্রকাশক টেকনাফ নিউজ ৭১ ডটকম), আবদুর রহমান (সমকাল, পূর্বদেশ, বাঁকখালী), সাইফুল ইসলাম সাইফী (টেকনাফ নিউজ ডটকম সম্পাদক, সাগর দেশ), গিয়াস উদ্দিন (প্রথম আলো), মুহাম্মদ ছিদ্দিকুর রহমান (ইনকিলাব, কক্সবাজার আলো), মমতাজুল ইসলাম মনু (প্রবাল নিউজ ডটকম সম্পাদক, আজকের কক্সবাজার), হাফেজ মুহাম্মদ কাশেম (দিনকাল, পূর্বকোণ, দেশবিদেশ)

পাঠকের মতামত: