ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

চকরিয়ার গ্যারেজে তেলের সিলিন্ডারের গোপন প্রকোষ্ঠ তৈরি বক্সে

টেকনাফ থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবা নিয়ে ঢাকায় ধরা

নিজস্ব প্রতিবেদক :: ট্রাকের তেলের ট্যাংকিতে লুকিয়ে ৫ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা পাচারের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৬ আগস্ট) রাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ির মো. আমিনুল ইসলাম ও হেদায়েত এবং বান্দরবানের মো. নুরুল ইসলাম।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ট্রাক মালিক সোহেল ও গ্রেপ্তার আমিনুল সিন্ডিকেট করে ইয়াবা সংগ্রহ করে। পরে টেকনাফ থেকে গাজীপুরে পাচারের উদ্দেশে ট্রাকের তেলের সিলিন্ডারে ইয়াবা লুকিয়ে রাখে গ্রেপ্তারকৃতরা। মোটা অংকের টাকার প্রলোভন দেখিয়ে গাড়িতে ইয়াবা পরিবহনের জন্য তারা ট্রাকচালক নুরুল ইসলামকে প্রলুব্ধ করে। এরপর চকরিয়ার একটি গ্যারেজে বিশেষ পদ্ধতিতে তেলের সিলিন্ডারের মধ্যে গোপন প্রকোষ্ঠ তৈরি করে তারা।

তিনি আরও বলেন, টেকনাফ থেকে চট্টগ্রামে আসার পর সোহেল নেমে যায়। পরে আমিনুল, নুরুল ইসলাম ও হেদায়েত গাজীপুরের উদ্দেশে রওয়ানা দেয়। ড্রাইভিং লাইসেন্স না থাকায় গাজীপুরে তাদের ট্রাকটি তল্লাশি করা হয়। এ সময় অভিনব কায়দায় লুকিয়ে রাখা এক লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি ৭০ লাখ টাকা।

পাঠকের মতামত: