ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

টেকনাফে ৩ চোরকে পুলিশে দিল জনতা

এম আমান উল্লাহ আমান :chor-_1-720x540-720x540
টেকনাফে ইয়াবা সেবনের টাকা জোগাড় করতে চুরির সময় মালামালসহ হাতেনাতে ধরা পড়া তিন চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
১৩ জুলাই সকালে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
আটক ৩ চোর হলো- নোয়াখালীপাড়ার হাছন আহমদের ছেলে আব্দুস শুক্কুর(৩৫), আলী আহমদের ছেলে মতিউর রহমান (৪২), মফিজুর রহমানের ছেলে মো: ইসহাক (৩৫)।
৩ চোরকে আটকের পর গণধোলাই দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো: ইলিয়াছের মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়।

পাঠকের মতামত: