ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

টেকনাফে বিজিবির অভিযানে ১ লক্ষ ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার

ddddছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ :::

সীমান্ত উপজেলা টেকনাফে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদের নেতৃত্বে ১লক্ষ ২০ হাজার পিচ মরণ নেশা ইয়াবা উদ্ধার হয়েছে। ০৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টার দিকে টেকনাফস্থ ১নং সুইচ গেইট নাফ নদীর কিনারায় দুঃসাহসিক অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য তিন কোটি ষাট লক্ষ টাকা বলে বিজিবি সুত্রে জানা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা লাফ দিয়ে নদীতে পড়ে সাঁতরিয়ে শুন্য রেখা অতিক্রম করে মায়ানমারের জল সীমানায় চলে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে টহল দল নৌকাটি তল্লাশি করে উক্ত নৌকা থেকে ইয়াবা সমুহ উদ্ধার করতে সক্ষম হয়।

২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন- উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

পাঠকের মতামত: