ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

টেকনাফে পর্যটকবাহী বাসের ধাক্কায় মৃত ১ , চালক ও বাস আটক

acciসাইফুদ্দীন মোহাম্মদ মামুন,টেকনাফ :
টেকনাফ সড়কে পর্যটকবাহী বাসের ধাক্কায় এক প্রতিবন্ধী কাঠমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ ঘাতক চালক ও বাসটি আটক করেছে। জানা যায়-১০ মার্চ সকাল পৌনে ৮টারদিকে টেকনাফগামী একটি পর্যটকবাহী (সিলেট-জ-১১-০১৪৩)বাস টেকনাফ সড়কের হোয়াইক্যং ইউনিয়নের দক্ষিণ খারাংখালী গোদারপাড়া এলাকায় পৌঁছলে সড়কে সাইকেল চলন্ত অবস্থায় হ্নীলা মরিচ্যাঘোনার ছৈয়দ আহমদের প্রতিবন্ধী কাঠমিস্ত্রী পুত্র আব্দুল্লাহ (১৮) কে চাপা দিলে ঘটনাস্থলে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ করে। খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি গোলাম মোস্তফা সর্ঙ্গীয় ফোর্স নিয়ে সড়কে অভিযান চালিয়ে ঘাতক চালক সিলেটের নওগাঁ জেলার কুমারীখালীর মৃত আনিসুর রহমানের পুত্র আবুল কালাম (৪০) কে আটক করে। লাশ পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং আটক চালককে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত: