ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

জেলখানায় ১৬ মায়া হরিণ !

মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান ::  চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কেরানিহাট সংলগ্ন বাইতুল ইজ্জত বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র এন্ড কলেজে ১৬টি মায়া হরিণকে তার কাটার বেড়া দিয়ে আটক রাখা হয়েছে। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় বন সংরক্ষক এস.এম গোলাম মাওলা বলেন, আমার জানা মতে বিজিবি’র এই প্রশিক্ষণ কেন্দ্র এন্ড কলেজে কোন বন্য প্রাণী আটক রাখা বা চিড়িয়াখানার কোন অনুমোদন নেই।

সরজমিনে গিয়ে দেখা যায়, বাইতুল ইজ্জত বিজিবি প্রশিক্ষণ কেন্দ্রের সীমান্তিক ক্যান্টিনের পাশে একটি লোহার খাঁচায় ১৬টি মায়া হরিণ রাখা হয়েছে। জানা যায়, হরিণ গুলো বান্দরবানের বিভিন্ন দূর্গম পাহাড়ি এলাকা হতে সংগ্রহ করা হয়েছে। তবে এই বিষয়ে বিজিবি’র দায়িত্বশীল কারো কোন বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের প্রধান বন সংরক্ষক জাহেদুল কবির বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। ১৬টি মায়া হরিণ উদ্ধারে দ্রুত কাজ করা হবে।

পাঠকের মতামত: