ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

জাতীয়করণের জন্য ২৮৭টি কলেজ চূড়ান্ত

govসরকার জাতীয়করণের জন্য ২৮৭টি কলেজকে চূড়ান্ত করেছে। এরই মধ্যে সে তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পৌঁছেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে। এবার পরিদর্শন শেষে অর্থমন্ত্রণালয়ের সম্মতি নিয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে শিক্ষা মন্ত্রণালয়।

সরকারি কলেজ না থাকা উপজেলাগুলোতে একটি করে বেসরকারি কলেজকে জাতীয়করণের সিদ্ধান্ত নেয় সরকার। এরপর কাজ শুরু করে শিক্ষামন্ত্রণালয়।

তবে প্রাথমিক তালিকা নিয়ে উঠে দুর্নীতির অভিযোগ, নীতিমালা অনুসরণ না করার অভিযোগে আন্দোলনও হয়েছে বেশকটি জেলায়।

পরে যাচাই-বাছাই শেষে ২৮৭ কলেজকে চুড়ান্ত করে সে তালিকা শিক্ষামন্ত্রণালয়ে পাঠায় প্রধানমন্ত্রীর কার্যালয়। দেয়া হয় চুড়ান্ত অনুমোদনের আগে অধিকতর যাচাই-বাছাইয়ের নির্দেশনা। সে প্রক্রিয়ায় এই মধ্যে কলেজ পরিদর্শন শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এদিকে বেসরকারি কলেজ জাতীয়করণ হওয়ায় শিক্ষাখাতের উন্নয়নে গতি আসবে বলে জানাচ্ছেন তালিকায় থাকা কলেজের কর্তৃপক্ষ।

কাজ শেষে চূড়ান্ত তালিকা যাবে অর্থমন্ত্রণালয়ে। আর সেখান থেকে সম্মতি এলেই কয়েকধাপে জাতীয়করণের সুবিধার আওতায় আসবে কলেজগুলো।

 

পাঠকের মতামত: