ঢাকা,শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

ছোট মহেশখালীর আশ্রায়ন প্রকল্পের বসবাসকারীদের আহাজারী

choto-moheskhali-asraion-prokolpoএম রমজান আলী মহেশখালী  :

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ছোট মহেশখালী ইউনিয়নের আশ্রায়ন প্রকল্পের ১২’শত বসবাসকারীর আহাজারী দেখার কেউ নাই। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সম্প্রতি ঘটে যাওয়া হালকা দমকা-হাওয়ায় সরকারীভাবে নির্মিত আশ্রায়ন প্রকল্প অফিস ভেঙ্গে লন্ডভন্ড, রাস্তা ঘাটের করুনদশা, শীতকালীন ও গ্রীস্মকালীন মৌসমে পানির জন্য হাহাকার, কোন টিউবওয়েলের ব্যবস্থা নাই। ২২ মে দুপুর ১২ টার দিকে আশ্রায়ন প্রকল্প এলাকায় এক আলোচনা সভা আশ্রায়ন প্রকল্প সভাপতি ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ ছৈয়দের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় বক্তব্য রাখেন-৪, ৫ ও ৬নং ওয়ার্ড এর সাবেক মহিলা মেম্বার লাল জরি বেগম, ছোট মহেশখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু বক্কর ছিদ্দিক। উপস্থিত ছিলেন আশ্রায়ন প্রকল্প সাধারণ সম্পাদক হারুনর রশিদ, মো. সাবুল করিম, মো. রুবেল, মো. জহির, গোরফান, মনির আহমদ, ফজল মিস্ত্রি, সাইফুল ইসলাম, নুরুল আজিম, বাদশা মিয়া, হেলাল উদ্দিন, মো. আমিন, মো.কামাল, আমানুল করিম, রেয়াজুল করিম, মকতুল হোসেন, মো. জুয়েল, নজরুল ইসলাম, সালামত উল্লাহ, সিরাজ মিয়া, মো. জাকির হোসেন, নুরুল আলী, বেলাল উদ্দিন, আজিজুর হক, আবু তালেব, শাকের আহমদ, বিবুলা আক্তার, সাহেরা খাতুন, সিরাজ খাতুন, জান্নাত বেগম, মছুদা খাতুন প্রমুখ। সভায় আশ্রায়ন প্রকল্প সভাপতি ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ ছৈয়দ জানান, আশ্রায়ন প্রকল্প প্রতিষ্ঠার পর থেকে আমরা নানান সমস্যার সম্মূখীন হচ্ছি, রাস্তা-ঘাটের করুনদশা, শীতকালীন ও গ্রীস্মকালীন মৌসুমে পানির সমস্যা, আশ্রায়ন প্রকল্প অফিস লন্ডভন্ড, সহ বিভিন্ন সমস্যা সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ, জেলা আওয়ামীলীগের সভাপতি-সাধারন সম্পাদক সহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি। পাশাপাশি অভিযোগ তুলে বলেন, ছোট মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান জিহাদ বিন আলী নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের আশ্রায়ন প্রকল্পবাসিঁর প্রতি অবিচার শুরু করে দিয়েছে, সরকারী ভাবে কোন জিনিসপত্র আসলে আমাদের কে দেওয়া তো দুরের কথা আমাদের লোকজনদেরকে পরিষদের পার্শ্বে পর্যন্ত যেতে দেয়না তাই আমরা আওয়ামীলীগ নেতৃবৃন্দের কাছে চেয়ারম্যান জিহাদ বিন আলীর বিচার দাবী করছি।

 

পাঠকের মতামত: