অনলাইন ডেস্ক ::
নগরীর চকবাজার থেকে জামায়াত নেতা আফসার উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
আজ রবিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চকবাজারের কেয়ারি ইলিশিয়াম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. মিজানুর রহমান। বাংলানিউজ
গ্রেফতার হওয়া আফসার উদ্দিন চৌধুরী নগর জামায়াতের নায়েবে আমির বলে জানিয়েছে পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আফসার উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা, ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
পাঠকের মতামত: