ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে চোরাই মোবাইল ও ল্যাপটপসহ আটক ২

laptop-crime-1চট্টগ্রাম প্রতিনিধি  :::
চট্টগ্রামে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন ও ল্যাপটপসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বাকলিয়া থানার নোমান কলেজ রোডের বাস্তহারা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ছিনতাই দলের দু-সদস্য হলেন কক্সবাজার জেলার চকরিয়া থানার চরপাড়া এলাকার মো.আলী আহাম্মদের ছেলে মো.রিদোয়ান (২১) ও একই এলাকার শামসুল আলমের ছেলে মো.রুবেল (২০)।

রবিবার সাকলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক শাহাদাৎ হোসেন খাঁন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার নোমান কলেজ রোডের বাস্তুহারা ইসলাম কলোনীতে অভিযান চালিয়ে রিদোয়ান ও রুবেলকে চোরাই ২টি ল্যাপটপ ও ৫টি মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা দীর্ঘদিন যাবৎ ল্যাপটপ ও মোবাইল চুরি করে আসছে। বাকলিয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।

 

পাঠকের মতামত: