এম.জিয়াবুল হক, চকরিয়া :: গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে চকরিয়া পৌরসভা আওয়ামী লীগ উদ্যোগে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় সিস্টেম চকরিয়া কমপ্লেক্স থেকে মিছিলটি বের হয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন এসআলম কাউন্টার গিয়ে আলোচনা সভায় মিলিত হন।
চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
মিছিল শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি যথাক্রমে ওয়ালিদ মিল্টন, আবু তালেব, আমান উদ্দিন, যুগ্ম সম্পাদক রতন কুমার সুশীল, ফেরদৌস ওয়াহিদ, সেলিম উদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মুজিবুর রহমান লিটন, ফরিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের রোস্তম শাহরিয়ার, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, হেলাল উদ্দিন হেলালী, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মামুন, চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল হোসেন চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আরিফ মাইনুদ্দীন রাসেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবুল বড়ুয়া।
উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সদস্য মিফতাব উদ্দিন চৌধুরী, ফজল কাদের, সুমন কান্তি দাশ, গিয়াস উদ্দিন, ফজল করিম প্রমুখ। এছাড়া পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সা. সম্পাদক নুরুস শফি, ২নংওয়ার্ড সভাপতি নাজেম উদ্দিন ভুট্টু, সা. সম্পাদক নুরুল আবছার বাদশা, ৩নং ওয়ার্ড সা. সম্পাদক ছফুর আলম, ৪নং ওয়ার্ড সভাপতি রতন কুমার চৌধুরী, সা. সম্পাদক মোহাম্মদ ইসহাক, ৫নং ওয়ার্ড সভাপতি সিকান্দর বাদশ নাগু সও, সা. সম্পাদক জমির উদ্দিন মেম্বার, ৬নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম সও. সা. সম্পাদক জয়নাল আবেদীন, ৭নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, সা. সম্পাদক রফিকুল আলম, ৮নং সভাপতি আহমদ রেজা, সা. সম্পাদক মো. রিয়াদ উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি হুমায়ন কবির কমিশনার, সা. সম্পাদক বেলাল উদ্দিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, পৌরসভা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সা. সম্পাদক আকিত হোসেন সজিব ও পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ। এছাড়াও চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমএ নির্দেশনায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গণতন্ত্রের বিজয় দিবস পালন করেছে ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন।
পাঠকের মতামত: