ঢাকা,মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

চকরিয়া থানা সেন্টারে ভিশনপণ্যের বিপুল সমাহার নিয়ে নতুন শো-রুম রাজ্জাক ইলেকট্রনিক্স উদ্বোধন

এম.জিয়াবুল হক, চকরিয়া :: সবশ্রেণীর ক্রেতাসাধারণের কাছে কমদামে ভালোমানের ইলেকট্রনিকস পন্য ঘরের কাছে পেতে বিপুল সমাহার নিয়ে এবার চকরিয়া পৌরশহরের প্রানকেন্দ্র থানা সেন্টারে চালু করা হয়েছে ভিশন কোম্পানির একটি নতুন শোরুম। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) চকরিয়া থানা সেন্টারস্থ শিশুবান্ধব স্কুল বর্ণমালা একাডেমী সংলগ্ন ভিশন কোম্পানির ডিলার মের্সাস রাজ্জাক ইলেকট্রনিকস এর শোরুমটি ফিতা কেটে উদ্ভোধন করেছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান।

মের্সাস রাজ্জাক ইলেকট্রনিকসের মালিক ও চকরিয়া বর্ণমালা একাডেমী স্কুলের চেয়ারম্যান আমিনুর রশিদ দুলালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন চিরিঙ্গা জামে মসজিদের খতিব মাওলানা কফিল উদ্দিন এমএম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছির, আওয়ামীলীগ নেতা আমির হোসেন আমু, চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক লোটাস। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ভিশন কোম্পানির জোনাল ম্যানেজার (আরএফএল) মো.বিলাল হাওলাদার, জোনাল ম্যানেজার আরএফএল ভিশন মো.রাবিউল ইসলাম, কোম্পানীর এসআর মামুনুর রশিদ ও এসআর মুরাদ হোসেন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে সকালে শোরুম প্রাঙ্গনে খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে চকরিয়া উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী, সোসাইটি শাহী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বশির আহমদ দোয়া মাহফিল পরিচালনা করেন।

 

পাঠকের মতামত: