চকরিয়া কোরক বিদ্যাপীঠের পেছনে সবুজবাগ এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে এক বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দুপুর একটার দিকে রান্নাঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হলে মুহুর্তে বাড়িটি সর্ম্পুন পুড়ে যায়। এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনলে ওই এলাকার অন্তত শতাধিক বসতি বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। অগ্নিকান্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে দমকল বাহিনী ও জনগনকে সাথে নিয়ে আগুন নেভাতে চেষ্টা করেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। ওইসময় পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হায়দার আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেফায়েত সিকদার, মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক আবদুল হামিদ ও সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, দুপুর আনুমানিক একটার দিকে ওই বাড়িতে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষনিক স্থানীয় দমকল বাহিনীকে জানানো হয়। পরে জনগনের সহায়তায় দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষনে বাড়িটি সম্পুর্ণ পুড়ে যায়। তবে ওইসময় সবুজবাগ এলাকার অন্তত শতাধিক বসতি বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে পৌরসভার পক্ষ থেকে সহায়তা দেয়া হবে। স্থানীয়রা জানিয়েছেন, অগ্নিকান্ডের এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের ১০ থেকে ১৫লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। #
পাঠকের মতামত: