ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বি. পরিচালনা পর্ষদে ১০ম বার সভাপতি হলেন সিরাজ উদ্দিন আহমদ

এম.জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদে ১০ম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর বাবা মাস্টার সিরাজউদ্দীন আহমদ। তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বৃহস্পতিবার ৪ আগস্ট বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন চকরিয়া উপজেলা শিক্ষা অফিসার অঞ্জন চক্রবর্তী। তিনি বলেন, তফসিল মোতাবেক বৃহস্পতিবার ৪ আগস্ট চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে দাতা সদস্য, অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি সদস্যসহ কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাটিত হয়েছেন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল মজিদ সিকদারের সুযোগ্য পুত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা সদস্য মাস্টার সিরাজ উদ্দিন আহমদ।

নির্বাচনে কমিটির বিভিন্ন ক্যাটাগরিতে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী-দাতা সদস্য, ফোরকানুল ইসলাম অভিভাবক সদস্য, এ.কে.এম শাহাব উদ্দিন অভিভাবক সদস্য, আনোয়ারুল ইসলাম কাজল-অভিভাবক সদস্য, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ অভিভাবক সদস্য, জায়তুন নেছা-অভিভাবক সদস্য সংরক্ষিত মহিলা, খোরশেদ আলম-সাধারন শিক্ষক প্রতিনিধি, মোঃ রেজাউল করিম-সাধারন শিক্ষক প্রতিনিধি,নার্গিস আক্তার মহিলা শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

 

পাঠকের মতামত: