ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের নতুন সভাপতি উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদি চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদ নতুন সভাপতি মনোনীত হয়েছেন। গত সোমবার ১৮ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ( ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদিকে চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদ নতুন সভাপতি মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদ নতুন সভাপতি মনোনীত হওয়ায় গতকাল ১৯ জুলাই সকালে কলেজের অধ্যক্ষ এবং সকল বিভাগের অধ্যাপক ও শিক্ষকবৃন্দ, নবনির্বাচিত অভিভাবক সদস্যরা নতুন সভাপতির সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেন। এসময় কলেজ পরিচালনা পর্ষদ নতুন সভাপতি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজের লেখাপড়ার মানোন্নয়ন এবং কলেজের পরিবেশগত সামগ্রিক অগ্রগতি উন্নয়নে সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন।
প্রসঙ্গত উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি ইতিপূর্বে চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

পাঠকের মতামত: